fbpx

ইন্টারনেট সেবা নিতে চাইলে কুরআনের শপথ নিতে হবে নাগরিকদের!

নাগরিকদের নিজ বাড়িতে ইন্টারনেট সেবা গ্রহণের ক্ষেত্রে অভিনব শর্ত দিয়েছে তুর্কমেনিস্তানের সরকার ।

জানা যায়, তুর্কমেনিস্তানের নাগরিকদের নিজ ঘরে ইন্টারনেট সেবা নেওয়ার ক্ষেত্রে কোরআন শরীফে হাত রেখে শপথ নিতে হবে এবং নিজ ঘরে ইন্টারনেটে তারা নিষিদ্ধ ওয়েব সাইটগুলো ভিজিট করবে না তা নিশ্চিত করতে হবে।

মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এই সিদ্ধান্তের অধীনে দেশটিতে কেউ নিজ ঘরে ইন্টা’রনেট সেবা নিতে চাইলে তাকে কোরআন শরীফের উপর হাত রেখে শপথ নিতে হবে যে, সে নিষিদ্ধ ওয়েবসা’ইটগুলো ভিপিএন-এর মাধ্য’মে ব্যবহার করবে না।

খবরে বলা হয়েছে, সমালোচিত ও বিতর্কিত ওয়েব’সাইটগুলো দেশটির সরকারের পক্ষ থেকে ব্লক করে দেয়া হয়েছে।

খবরে আরো বলা হয়েছে, দেশ’টির নাগরিকদের এক-চতুর্থাংশ ওয়েবসা’ইট ভিজিট করার অনুমতি রয়েছে, এরমধ্যে ফে’সবুক-টুইটারসহ আরো বেশ কিছু সামা’জিক মাধ্যম ব্লক করা আছে।

সূত্র: জিও নিউজ

ফেসবুকে লাইক দিন